নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা, খুলনাঃ অল্প টাকায় বিদেশে নিয়ে বিপাকে পড়েছে কম্বোডিয়া প্রবাসী রাসেল নামে এক যুবক। জানা যায়, প্রায় এক বছর আগে পাইকগাছা উপজেলার পুটিমারি গ্রামের খোকন সরদারের ছেলে রাসেল সরদার কম্বোডিয়া যান।
প্রবাসী রাসেল জানান, সেখানে যাওয়ার পর প্রতি মাসে প্রায় ৪০হাজার টাকা বেতনে চাকরি করার কারনে এলাকার অনেকে প্রলুব্দ হয়ে আমার সাথে যোগাযোগ করে যেতে চায়। তারি ধারাবাহিকতায় পার্শবর্তী নাবা গ্রামের আমজেদ গোলদারের ছেলে আব্দুল কাদের কম্বোডিয়া যাওয়ার জন্য রাসেলের সাথে যোগাযোগ করে। যাওয়ার জন্য সর্বমোট সাড়ে তিন লক্ষ টাকা চুক্তি হয়। সে মতে রাসেল তার বস নুর-ইসলামের সাথে যোগাযোগ করিয়ে দেন। কাদের নুর ইসলামের সাথে যোগাযোগ করলে তার জন্য ভিসার ব্যবস্থা করে। ভিসা পাওয়ার পর কম্বোডিয়া যান এবং কাজে যোগদান করে। সেখানে ১৭ দিন কাজও করেন। কাজে অপরকতা থাকায় ১৭ দিন পর কর্মস্থল থেকে পালিয়ে অন্য দালালের মাধ্যমে দেশে আসেন। দেশে আশার পর কাদের রাসেলকে হেয় পতিপন্ন করা এবং চাপ সৃষ্টি করার জন্য সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে একতরপা নিউজ করিয়ে সম্মানহানি করছে। বিষয়টি রাসেলের দৃষ্টি গোচর হলে তিনি বিস্ময় প্রকাশ করে।
আব্দুল কাদের বলেন, আমি রাসেলের সাথে যোগাযোগ করার পর সে নুর ইসলামের একাউন্টে টাকা দিতে বলে। সে মোতাবেক আমি সমস্ত টাকা পরিশোধ করে গত ২১ মে কম্বোডিয়া যাই। সেখানে গিয়ে ৫ই জুন কাজে যোগদান করে ১৭ই জুন পর্যন্ত কাজ করি। তারপর আমার ভিসার মেয়াদ বাড়ানোর নাম করে পাসপোর্ট নিয়ে নেয়। পরে আমি অনেক কষ্ট করে তাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে ২৮ জুলাই দেশে ফিরে আসি। আমার সাথে প্রতারনা করা হয়েছে।