• ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

অবৈধ পশুর হাট দুর্নীতির দাবিতে ডিআইজির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্টিত


প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন / ২৯
অবৈধ পশুর হাট দুর্নীতির দাবিতে ডিআইজির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্টিত

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগরে অবৈধ পশুর হাট অনিয়ম দুর্নীতির দাবিতে,অপসারীত ডিআইজি আবদুল বাতেন এর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগী ও শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামী বরখাস্তকৃত রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার পরিবারের ক্ষমতাবলে অবৈধভাবে প্রতিষ্ঠিত পশুর হাট স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর বাজারে কয়েক’শ স্থানীয় লোকজনের উপস্থিতিতে এ মানববন্ধনটি অনুষ্টিত হয়েছে।

জানা গেছে,সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামে ২০১৪ সালে, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০২২ সালের জুলাই মাসে এমপিও ভুক্ত হয় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি সরকার কর্তৃক এমপিওভুক্ত হলেও প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক,তৃতীয় ও চতুর্থ শ্রেণির কয়েকজন কর্মচারী ছাড়া বাকী পদে এখনো এমপিওভুক্ত শিক্ষক না পাওয়ায় ট্রাস্টের নিয়মেই চলছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির শুরু থেকেই ট্রাস্ট এবং প্রতিষ্ঠানটি সভাপতি ছিলেন সাবেক ডিআইজি আব্দুল বাতেন।আওয়ামী সরকার পতনের পর তিনি সভাপতি পদ থেকে সরে গিয়ে কৌশলে তার বড় ভাই আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে এই প্রতিষ্ঠানের সভাপতি করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

মানববন্ধনে উপস্থিত লোকজনের বক্তব্য থেকে জানা গেছে,রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার ভাতিজা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম মাহমুদের প্রভাবে দীর্ঘদিন ধরে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে প্রতিষ্ঠানটির নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে পশুরহাট পরিচালিত হচ্ছে। অবৈধভাবে পরিচালিত প্রতিষ্ঠানের মাঠ থেকে পশুর হাট স্থানান্তর করে সরকার কর্তৃক বৈধভাবে সাতুর বাজারে একটি পশুরহাট স্থাপন ও প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে অপসারণ করে নিয়মানুযায়ী নতুন কমিটি গঠন সহ বিভিন্ন দাবি তুলেন মানববন্ধনে অংশ গ্রহনকারী বক্তারা।

এ বিষয়ে অভিযুক্ত লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আঃ রাজ্জাককে ফোন দিলে তিনি ফোন ধরেননি।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, সাতুর বাজারে সরকারিভাবে একটি পশুরহাট করার কার্যক্রম চলমান রয়েছে।আশা করছি খুব দ্রুতই সাতুর বাজারে সরকারিভাবে পশুরহাট ঘোষণা করা হবে।