মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ টানা কয়েকদিনের বিরামহীন অতি বৃষ্টিতে খুলনার পাইকগাছার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে একশ্রেণীর দুষ্ট প্রকৃতির বড় বড় চিংড়ী ঘের মালিক জোয়ার দিয়ে ছোট ছোট শত শত ঘের তলিয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
পাইকগাছা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা কয়েকদিনের বিরামহীন বৃষ্টি ও দুষ্ট প্রকৃতির চিংড়ী চাষীদের কারণে এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে গেছে ঘর-বাড়ী, ফসলের ক্ষেত, অসংখ্য চিংড়ী ও মাছের ঘের। যাতে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে সর্বসাধারণ।
পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডের সবগুলোই প্লাবিত হয়ে পানিতে তলিয়ে আছে। শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ী ঘর ও ফসলের ক্ষেত কোনটাই বাকী নাই তলিয়ে যেতে। পুকুরের মাছ ভেসে গেছে। উপজেলার বিভিন্ন এলাকাও প্লাবিত হয়েছে এমন খবর সব এলাকা থেকে জানা গেছে। যেগুলো কতিপয় দুষ্ট প্রকৃতির চিংড়ী ঘের মালিকদের কারণে বেশি ঘটেছে। এসব এলাকায় নদীতে ভাটার সময় পানি সরালে এমন অবস্থার সৃষ্টি হতো না। বরং উল্টো জোয়ার দিয়ে পরিকল্পতিভাবে এলাকা প্লাবিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এছাড়াও জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটী মৌজায় কয়েকজন ঘেরমালিক জোয়ার দিয়ে পরিকল্পিতভাবে এলাকা প্লাবিত করছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যারা পরিকল্পিত ভাবে জোয়ার দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :