
মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা পৌর সদরের এক সার ব্যবসায়ী অতিরিক্ত দামে সার বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। জানা যায়, পাইকগাছা পৌর সদরের মেসার্স বীরেন্দ্রনাথ ট্রেডার্স এর বিসিআইসি সার ডিলারের দোকানে ডিএপি সার ১৬ টাকার স্থলে ২৩ টাকা দরে বিক্রি করছিলো এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রি করায় সার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক ও পেশকার মোঃ সারাফাত হোসেন।
আপনার মতামত লিখুন :