খুলনা অফিসঃ খুলনার কয়রা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মাধম মন্ডল (৩০) নামে এক স্বর্ণকার অজ্ঞান পার্টির কোবলে পড়ে খুয়েছে মোবাইল ও টাকা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার।
ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,বৃহস্পতিবার ৫০ হাজার টাকা নিয়ে পাইকগাছা বাস যোগে খুলনায় যাচ্ছিল। পরে বাসের ভিতরে তার পাশের সিটে বসেছিল অজ্ঞানপার্টি। মাধবকে বিভিন্ন কৌশলে খাবারের সাথে বিষাক্ত কিছু খাইয়ে দেয়। মাধব জ্ঞান হারারে অজ্ঞানপার্টি তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল হাতিয়ে নিয়ে যায়।
পরে সোনাডাঙ্গা বাস ষ্টান্ডে পৌছানোর পর বাস হেলপার দেখতে পায়,সে অজ্ঞান অবস্থায় ভিতরে পড়ে আছে। তখন তারা স্থানীয়দের সহযোগীতায় অজ্ঞান অবস্থায় মাধব মন্ডলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আপনার মতামত লিখুন :