• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের চেয়ারম্যানকে হেয়প্রতিপন্ন’র চেষ্টায় মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা


প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন / ১১০৯
গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের চেয়ারম্যানকে হেয়প্রতিপন্ন’র চেষ্টায় মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের চেয়ারম্যান ড. রাজিউর রহমানকে হেয়প্রতিপন্ন করার চেষ্টার প্রতিবাদি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ব বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আইন বিভাগের শিক্ষার্থীরা এ মানব বন্ধন কর্মসূচী পালন করে।

এ সময় আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসেনের সঞ্চালনায় মাহমুদ, জয় মজুমদার, রামিম, জনি তালুকদার, ঈশিতা, মেহেদী হাসান, রাফি’সহ অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে জানায়, আইন বিভাগের চেয়ারম্যান ড. রাজিউর রহমানকে নিয়ে সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে উদ্দেশ্যমূলক ও মনগড়া কিছু লেখা প্রকাশ হয়। যা ওই শিক্ষকের এবং আইন বিভাগের ভাবমূর্তি ও মানসম্মাণ ক্ষুন্ন করার সামিল। বিষয়টি ড. রাজিউর রহমানসহ আইন বিভাগের শিক্ষার্থীদের নজরে আসলে তারা ক্ষোভ প্রকাশ করে।

এরই জের ধরে আইন বিভাগের সাধারন শিক্ষার্থী বৃন্দ এ প্রতিবাদ মানব বন্ধন কর্মসূচী পালন করে।