
নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ হাত ধোয়ায় নায়ক হোন “এই প্রতিপাদ্য নিয়ে বুধবার সকালে জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে মাগুরা শ্রীপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলার পরিষদের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।
শ্রীপুর জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান মাহমুদ অমির সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ কুমার মণ্ডল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পাপন,উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার নারগিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, উপজেলা বি আর ডি বি কর্মকতা মুস্তাফিজুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয় কর্মকতা বিধান কুমার দাস, উপজেলা আইসিটি অফিসার মাফুজুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বাপ্পি শিকদার, উপজেলা জনস্বাস্থ্য অফিসের অফিস-সহকারী রাজু আহমেদ, মেকানিক হোসেনসহ স্কুল-কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আপনার মতামত লিখুন :