• ঢাকা
  • শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগর বিএনপি মানবতার হাত বাড়াল চিকিৎসার টাকা পেল ফুট সেপটিক রোগী


প্রকাশের সময় : জুন ২৬, ২০২৫, ২:৫১ অপরাহ্ন / ২১
সুনামগঞ্জের মধ্যনগর বিএনপি মানবতার হাত বাড়াল চিকিৎসার টাকা পেল ফুট সেপটিক রোগী

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম মজনু তালুকদার এর মানবতার হাত বাড়াল, অসহায় হতদরিদ্র ফুট সেপটিক রোগী মোঃ খায়রুল মিয়া (২৮) চিকিৎসার জন্য সহায়তা পেল ১ লাখ টাকা।

বুধবার ২৫ জুন বিকাল ৩টার সময় ফুট সেপটিক মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য, আব্দুল কাইয়ুম মজনু তালুকদার এর সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধনে রোগীর মা খালেদা আক্তারের হাতে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে।

জানা যায় মধ্যনগর সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের স্বামী পরিত্যক্ত মোছাঃ খালেদা আক্তারের ছেলে খায়রুল মিয়া দির্ঘদিন ধরে, ফুট সেপটিক রোগে ভুগছেন এবং টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেনা তার মা খালেদা। পরে এই মারাত্মক মরনাপন্ন বেদি রোগীর মা খালেদা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার এর স্বরানাপন্ন হলে, উন্নত চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা সহায়তা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুছ ছাত্তার, বাজার বনিক সমিতির কোষাধ্যক্ষ মেহেদী হাসান মুন্না, উপজেলা যুবদলের নেতা শাকিল খান, ইউপি সদস্য নূর আহমদ, ছাত্র দলের সদস্য সচিব মোঃ মোছাব্বির আহমেদ প্রমুখ।

তাছাড়া মোঃ আব্দুল কাইয়ুম মজনু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সবসময়ই অসহায়ের পাশে থাকে,ভবিষ্যতেও থাকবে। টাকার জন্য গরীব দরিদ্র মানুষের চিকিৎসা বন্ধ থাকতে পারে না। এলাকার যেকোনো ঘোরতর জটিল রোগীর চিকিৎসায় সামর্থ্যহীনদের দুঃসময়ে মধ্যনগর উপজেলা বিএনপির সহায়তা থাকবে সবসময়।

উপজেলা বিএনপির এই মানবিক প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়ার কারণে, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মানবতার জয়ের আলোচনা করছেন। এমন জনসেবামূলক কর্মকাণ্ড সমাজের লোকজনের মনে মানবতার জাগ্রত সৃষ্টি করবে।