• ঢাকা
  • শনিবার, ১২ Jul ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৫, ৮:২১ অপরাহ্ন / ৫৪
সুনামগঞ্জের মধ্যনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এম এ মান্নান, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে উঠে আসা মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও উজ্জ্বল রায়। উঠতি বুদ্ধিজীবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা যুগান্তকারী পদক্ষেপ গ্রহনের মধ্য দিয়ে, ২০২৩-২০২৪ এর শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার (২রা এপ্রিল) সকাল সাড়ে এগারোটার দিকে মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপাওয়া উপজেলার বিভিন্ন গ্রামের ১৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উজ্জ্বল রায়।

পরিশেষে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সজিব রহমান,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো.নিজাম উদ্দিন,সুনামগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের শিক্ষক শুভঙ্কর দেবনাথ,ব্যাংকার প্রদীপ দেবনাথ,রাজীব দেবনাথ,জামাল মিয়া প্রমুখ।