• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যা চেষ্টার পর স্বামীর আত্মহত্যা


প্রকাশের সময় : জুন ৬, ২০২৩, ১১:৩৭ অপরাহ্ন / ২৫১
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যা চেষ্টার পর স্বামীর আত্মহত্যা

এস এম মজনু , সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামে স্ত্রীকে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে স্বামী আব্দুল মোমিন (২৬) শ্বশুর বাড়িতে আত্মহত্যা করেছেন। নিহত আব্দুল মোমিন একই এলাকার ভেওয়ামারা গ্রামের আব্দুস সালামের ছেলে। সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আজকের বাংলাদেশকে জানান, উক্ত যুবক কয়েক বছর আগে পিপুলবাড়িয়া গ্রামের নূরনবীর মেয়ে ময়নাকে (২২) বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের কলহ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার ভোর রাতে মোমিন শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে ডেকে তুলে গলায় ছুরিকাঘাত করে। এতে স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে এবং ব্যাপক রক্তক্ষরণ হয়। এ সময় রক্ত দেখে অবশেষে ওই যুবক শ্বশুর বাড়ির আঙ্গিনায় আম গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আহত স্ত্রীকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।