• ঢাকা
  • শনিবার, ১২ Jul ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

সাংবাদিক রেজওয়ানুল হক রাজার মায়ের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২১, ৯:৫৬ অপরাহ্ন / ২২৯
সাংবাদিক রেজওয়ানুল হক রাজার মায়ের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

মনিরুজ্জামান অপূর্ব : মাছরাঙা টেলিভিশনের বার্তাপ্রধান ও জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি রেজওয়ানুল হক রাজা ও নিউজ টোয়েন্টিফোর টিভির জ্যেষ্ঠ বার্তা সম্পাদক বোরহানুল হক সম্রাটের মা সাজেদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে সাজেদা বেগমের ইন্তেকালের সংবাদে মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ড. হাছান মাহমুদ করোনা চিকিৎসাধীন রেজওয়ানুল হকের বাবার দ্রুত সুস্থতার জন্যও প্রার্থনা করেন।