• ঢাকা
  • বুধবার, ০৯ Jul ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

শহীদ আয়াতুল্লাহর পরিবারকে ছাত্রদল নেতা নিজাম উদ্দিনের ঈদ উপহার


প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৫, ১১:২৮ অপরাহ্ন / ৩৩
শহীদ আয়াতুল্লাহর পরিবারকে ছাত্রদল নেতা নিজাম উদ্দিনের ঈদ উপহার

এম এ মান্নান, সুনামগঞ্জঃ জুলাই-আগস্ট আন্দোলনে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একমাত্র শহীদ জলুষা গ্রামের আয়াতুল্লাহর পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো.নিজাম উদ্দিন।

রবিবার (৩০মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে শহীদ আয়াতুল্লাহর নিজ বাড়ি গিয়ে তার বাবার হাতে পরিবারের সকল সদস্যদের জন্য ঈদ উপহার হিসেবে উন্নতমানের বস্ত্র সামগ্রী তুলে দেন।একই দিনে ১৫ তম জাতীয় বার্ষিক হিফজ পরীক্ষায় অংশগ্রহণ করে সারাদেশে ১ম স্থান অর্জনকারী হাফেজ মো.আরিফ বিল্লাহ জুনাঈদ ও ২য় স্থান অর্জনকারী হাফেজ মো.জুবায়ের আহম্মেদকে ৫ হাজার করে নগদ অর্থ পুরষ্কার প্রদান করেন এই নেতা। ১ম স্থান অর্জনকারী হফেজ মো.আরিফ বিল্লাহ উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামের মো. মাহফুজ কাউসারের ছেলে এবং ২য় স্থান অর্জনকারী হাফেজ মো.জুবায়ের আহম্মেদ একই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো.আব্দুল হান্নানের ছেলে।

এ সময় ছাত্রনেতা মো.নিজাম উদ্দিন বলেন, মধ্যনগর উপজেলার মেধাবী দুই তরুণ হাফেজ জাতীয় পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। অবহেলিত হাওর অঞ্চলের জন্য অনেক বড় সুসংবাদ। তাদের অর্জনকে সম্মান জানাতে আমি দেশসেরা দুই হাফেজের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আমার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা উপহার পৌঁছে দিতে এসেছি। আশা করি মধ্যনগরের মেধাবী তরুণরা আগামী দিনে আরো অনেক সুনাম ও সাফল্য বয়ে আনবে।