• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন

রাজশাহূর চারঘাটে কৃষি জমিতে খনন অবৈধভাবে পুকুর, ৫০,০০০ হাজার টাকা জরিমানা


প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন / ৩৩
রাজশাহূর চারঘাটে কৃষি জমিতে খনন অবৈধভাবে পুকুর, ৫০,০০০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের চকপাড়া গ্রামে কৃষি জমিতে খনন অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় পুকুর খননের অপরাধে মৃত্যু মোজাম্মেল হকের ছেলে মোফাজ্জল হোসেনের ৫০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন বলেন, কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মুচলেকা আদায় করা হয়। তিনি আরও বলেন, অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।