
নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার উদ্যোগে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক সকল প্রকার মিথ্যা অভিযোগ থেকে বেকসুর খালাস পাওয়া উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ৮ টায় শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট মিলনায়তনে দরিদ্র মানুষের সমাগমে এই আয়োজন বাস্তবায়ন করা হয়।
চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।
আরো উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আবদুল্লাহ, চারঘাট পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন সহ পৌর জামায়াতের সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ আজহারুল ইসলাম ভাইয়ের বেকসুর খালাস উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করেন। নেতৃবৃন্দ সকল পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আজহার ভাইয়ের মুক্তির শুকরানা স্বরূপ দোয়া অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি এতিমদের খাবার খাওয়ানোর জন্য আহ্বান করেন। ফ্যাসিবাদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা শহীদদের শাহাদাত কবুলিয়াতের জন্য মহান রবের নিকটে দোয়ার পাশাপাশি একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে জামায়াতের সাথে কাজ করার আহ্বান জানান। সম্মানিত প্রধান অতিথি শহীদদের চেতনা বুকে লালন করে ইসলামী আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সকলের জন্য মহান রবের নিকট কল্যান কামনা করেন।
আপনার মতামত লিখুন :