• ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ২২, ২০২৫, ৬:৩০ অপরাহ্ন / ১৩৭
রাজশাহীর চারঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার তৌফিক রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সওয়ারদ্দীন, চারঘাট সীমান্তের কোম্পানির কমান্ডার সোলাইমান হোসেন, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন, শলুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লালন আলী, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট কালচারাল ফোরামের সভাপতি কামরুজ্জামান, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত বৃদ্ধি পেয়েছে তাই মাদক প্রতিরোধে সকলকে সহযোগিতার আহবান জানান। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।