• ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

রাজশাহীর আড়ানী পৌর বাজার বনিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ১১, ২০২৩, ৪:৩০ অপরাহ্ন / ১১৭
রাজশাহীর আড়ানী পৌর বাজার বনিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজার বনিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বুধবার বিকেলে আড়ানী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

আড়ানী পৌরসভার সফল মেয়র মুক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সিনিয়র সহসভাপতি শামীম আহমেদ, সহ-সভাপতি আফাজ আলী, মাজদার আলী, সুজাদ আহম্মেদ তুফান, শ্রী অমল কর্মকার উপদেষ্টা মন্ডলীর সদস্যা একরামুল হক সনৎ, মজফিজুল ইসলাম জিন্না, রাম গোপাল, সিদ্দিক মোল্লা প্রমুখ।

সভায় পৌর মেয়র মুক্তার আলী তার বক্তব্যে বলেন, আড়ানী পৌরসভার ব্যবসায়ীদের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, চাঁন্দাবাজ, সন্ত্রাস ও মাদক মুক্ত পৌর এলাকা গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য তাই এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।