• ঢাকা
  • শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

যশোরের শার্শার গ্রিস প্রবাসী মুকুলের মরদেহ ১৪ দিন পর দেশে এনে কবর দেয়া হয়েছে


প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন / ৩০
যশোরের শার্শার গ্রিস প্রবাসী মুকুলের মরদেহ ১৪ দিন পর দেশে এনে কবর দেয়া হয়েছে

আজিজুল ইসলাম,যশোরঃ যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামের গ্রিস প্রবাসি তরিকুল ইসলাম মুকুল (৫০) এর মরদেহ ১৪ দিন পর দেশে এনে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মুকুল দীর্ঘদিন ধরে ইউরোপের দেশ গ্রিসে প্রবাস জীবন কাটাচ্ছিলো।

শুক্রবার রাত ১০ টার সময় গ্রিস থেকে তরিকুল ইসলাম মুকুল এর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। আনুষ্ঠানিকতা শেষে রাত ১১ টার সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে ভোর ৫ টার দিকে মরদেহ নিয়ে আসা হয় মৃত মুকুলের গ্রামের বাড়ি শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক ঘটনার।
শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তরিকুল ইসলাম মুকুল পাড়ের কায়বা গ্রামের মৃত দ্বীন আলী গাজীর ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

মুকুলের স্ত্রী মাহামুদা খাতুন জানান, তার স্বামী ২০০৪ সালে গ্রিসে যান। গত ২২ বছর ধরে তিনি সেখানে ছিলেন। মাঝে মাঝে দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে আবার ফিরে যেতেন।এ বছরের মাঝামাঝি সময় দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে আবার গ্রিসে ফিরে যাওয়ার কথা ছিলো । কিন্তু গত ৮ মার্চ সে প্রবাসে থাকা অবস্থায় স্টোক করে মৃত্যুবরণ করেন।