• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে নতুন কারিকুলাম নিয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৩, ১০:২৪ অপরাহ্ন / ২৩২
মুন্সীগঞ্জে নতুন কারিকুলাম নিয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়

শাহনাজ বেগম, মুন্সিগঞ্জঃ বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি উপ-পরিষদের উদ্যোগে ১৭ জুলাই সোমবার মুন্সিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের দুপুর ৩ টায় ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে শিক্ষা কারিকুলাম ও পাঠ্যপুস্তক বিষয় নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি এডঃ নাছিমা আক্তার ও সভা সঞ্চালনা করেন জেলা শাখার  সহ সভাপতি হামিদা খাতুন।

সভায় শিক্ষার্থীদের সাথে জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাহফুজা আক্তার মিঠু, কার্যকরী সদস্য আক্তার জাহান খুঁকু, কার্যকরী সদস্য শাহনাজ হীরা  আলোচনা করেন।
তারা বলেন, বর্তমান কারিকুলাম ও পাঠ্যপুস্তকের শিক্ষা পদ্ধতি অনেক মানসম্মত,  শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বাস্তব কাজের সাথে তাল মিলিয়ে পড়াশোনা করানো হচ্ছে।

শিক্ষার্থীদের প্রথম,  দ্বিতীয় হওয়ার যে অসুস্থ প্রতিযোগীতা তার পরিবর্তন হচ্ছে। শিক্ষার্থীদের উপর যে মানসিক চাপ ছিল তা কমেছে।

সভায় শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন, সুমাইয়া ইসলাম, মারিয়াম সুবাব ও আকলিমা। আলোচকগণ ছাড়াও সভায় জেলা শাখার  লিগ্যাল এইড সম্পাদক এডঃ সুলতানা আক্তার বিউটি, সদস্য নাসরিন আক্তার, প্রোগ্রাম এক্সিকিউটিভ অফিসার তসফিয়া রহমান ও বিদ্যালয়ের শিক্ষকগণ।

সভা শেষে শিক্ষার্থীরা সকলে মিলে সঙ্গীত পরিবেশন করে।