• ঢাকা
  • শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

মুন্সিগঞ্জের ৫ শতাদিক মানুষের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ২৫, ২০২৫, ১০:১৩ অপরাহ্ন / ১৪৪
মুন্সিগঞ্জের ৫ শতাদিক মানুষের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের চৌগাড়ারপাড় স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন ও বন্ধন যুব কল্যাণ সংঘের আয়োজন রবিবার সকাল ১০টায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ক্যাম্পেইন দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুবেল মাদবরের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেসা রেনেসা ডায়াগনস্টিক সেন্টারে সিই ও নাছরিন নদী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বন্ধন যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মো: হাসান মিন্টু শেখ, স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন সহ সভাপতি মোঃ মিন্টু শেখ, সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক মিম ইসলাম, প্রচার সম্পাদক লাবনী ইসলাম, কার্যকারি সদস্য মোঃ ইব্রাহিম, সদস্য মো: হামিম বেপারি, বন্ধন যুব কল্যাণ সংঘের সহ-সভাপতি স্বপন শেখ, কার্যকরী সদস্য ফাহিদ শেখ, তানজিল, আনাস, সুমন, কাজল, রতন দেওয়ানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মসূচিটি বন্ধন যুব কল্যাণ সংঘের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয়, যেখানে ৫ শতাধিক স্থানীয় বাসিন্দা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন বলে জানান আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ। ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করে রেনেসা ডায়াগনস্টিক সেন্টার, যারা তাদের ল্যাব টেকনিশিয়ান ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে এ সেবাকে বাস্তবায়নে সহায়তা করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের কর্মসূচি চালিয়ে যেতে চান।

বন্ধন যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ হাসান মিন্টু শেখ ব‌লেন, মানবসেবা হচ্ছে সর্বোত্তম ইবাদত। আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছেন, যারা নিজেদের রক্তের গ্রুপ জানেন না। এমন একটি ছোট্ট উদ্যোগ হয়তো তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়ে বড় ভূমিকা রাখতে পারে। এই চিন্তা থেকেই আমাদের এই আয়োজন।

স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: রুবেল মাদবর বলেন, এসো স্বপ্ন গ‌ড়ি স্বপ্ন পূরণ ক‌রি এই স্লোগা‌নকে সাম‌নে রে‌খে আমরা বিশ্বাস করি মানবতার টানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে — এই বিশ্বাস থেকেই আমাদের প্রতিটি কাজ আমরা চাই প্রতিটি মানুষ সচেতন হোক, সুস্থ থাকুক এবং একজন আরেকজনের জন্য এগিয়ে আসুক।

রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি শার‌মিন আক্তার জানান, শুধু ব্যবসা নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। এই আয়োজনে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া পড়ে এই আয়োজনকে ঘিরে। অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এরকম সামাজিক উদ্যোগ তাদের স্বাস্থ্যসচেতন করে তোলে এবং জরুরি প্রয়োজনে ব্লাড গ্রুপ জানা অনেক উপকারে আসে।

ক্যাম্পেইনটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল জাতীয় দৈ‌নিক গণমু‌ক্তি, আমার বিক্রমপুর, চ্যানেল ২১ নিউজ, মুন্সীগ‌ঞ্জে সময়, বিক্রমপুর টাইমস, নিউজ ৭১সহ মুন্সিগঞ্জের গণমাধ্যম।