• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

মাত্র দু’ঝুড়ি মাটি কাটায় পাইকগাছায় প্রতিপক্ষ কর্তৃক বসত বাড়ি ঘর ভাংচুর, লুপাট ও গাছ পালা কর্তন


প্রকাশের সময় : জুন ৪, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন / ১৪১
মাত্র দু’ঝুড়ি মাটি কাটায় পাইকগাছায় প্রতিপক্ষ কর্তৃক বসত বাড়ি ঘর ভাংচুর, লুপাট ও গাছ পালা কর্তন

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় পুকুর থেকে মাত্র দু’ঝুড়ি মাটি কাটার অপরাধে গরুর ব্যাপারির বসত বাড়ি ঘর ভাংচুর, গরু বিক্রির টাকা লুট ও গাছ পালা কেটে ব্যাপক ক্ষতি সাধনের ঘটনা ঘটেছে। এছাড়াও রান্না করা ভাত-তরকারী ফেলে দেয়া হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার হাসিমপুর গ্রামের মন্টু সরদারের বাড়িতে উক্ত ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সরেজমিনে জানা যায়, উপজেলার হাসিমপুর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে মন্টু সরদার সেন্টু খানের নিকট থেকে ৮শতক জমি কিনে বসত বাড়ি-ঘর তৈরি করে ৪ বছর ধরে সেখানে বসবাস করছে। স্থানীয় মৃত কওসার খানের ছেলে রহমান খান সেন্টু খানের নিকট থেকে মন্টু সরদারকে এ জমি কিনে দেন। এ জমির পাশে রহমান খানদেরও কিছু জমি রয়েছে। এ দিকে মন্টু সরদারের জমি রাস্তার পাশে হওয়ায় জোর করে এওয়াজ বদল করার জন্য চাপ সৃষ্টি করছে প্রতিপক্ষরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

ঘটনার দিন দুপুরে মন্টু সরদারের স্ত্রী পুকুর থেকে দু’ঝুড়ি মাটি কেটে বাথরুমের কাজে লাগায়। এ ঘটনার জের ধরে রাত সাড়ে ১০ টার দিকে জুলফিকার খান, রহমান খান, হাবিবুর খানরা লোকজন নিয়ে মন্টু সরদারের বাড়িতে হামলা চালায়ে মন্টু (৫০), স্ত্রী নারগিস বেগম (৪০), জামাতা ইকরামুল সরদার(৩০)’কে মারপিট করে আহত করে। এ সময় বসত বাড়ি ভাংচুর করে ঘরে থাকা মন্টুর গরু বিক্রি করার কয়েক লক্ষ টাকা লুট পাট করে। রান্না করা ভাত-তরকারি ফেলে দেয় উঠানে। এছাড়াও আম, জাম, কলা, সুপারি গাছ কেটে ব্যাপক ক্ষতি সাধন করে। এমনকি বিনষ্ট করে বাড়ি করার জন্য মজুদ করা হাজার হাজার ইট।

এ বিষয়ে প্রতিপক্ষ রহমান খান ও জুলফিকার খানের মুঠো ফোনে বারবার কল দিলেও তারা রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় সেন্টু খান ও‌ তোরাব আলী খানের নিকট জানতে চাইলে তারা বলেন, রহমান খানরা কারো কথা শোনেননা, খুব খাম খেয়ালী লোক তারা। তারা কোন আইন বিচার মানেননা।

পাইকগাছা থানার চলতি দায়িত্ব অফিসার ইনচার্জ ইদ্রিসুর রহমান (তদন্ত) জানান, এ বিষয়ে রাতে মৌখিক ভাবে জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।