• ঢাকা
  • শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক অনুষ্ঠান


প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৫, ৮:০০ অপরাহ্ন / ৯২
মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সোমবার দিনব্যাপি বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি রাখী ব্যানার্জী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি।
খেলায় ৩০ টি ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আগামী ২৯ জানুয়ারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।