
নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে বিষধর সাপের কামড়ে আকামত বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।
২২ মে বৃহস্পতিবার উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের কল্যানপুর গ্রামে এই ঘটনা ঘটে।এ ঘটনার পর এলাকায় সাপ আতঙ্ক দেখা দিয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে,
আকমত বিশ্বাস বৃহস্পতিবার দুপুর তিনটায় বাড়ির পাশে একটি মাঠে গরুর জন্য ঘাস কাটার সময় তাকে বিষধর সাপ দংশন করে। স্থানীয় কবিরাজ চেষ্টা করে বিষ নামাতে ব্যর্থ হলে বৃদ্ধ কৃষকের অবস্থার অবনতি হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় দারিয়াপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :