• ঢাকা
  • শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে বিনামূল্যে বীজ  সার ও কৃষি উপকরণ বিতরণ 


প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ১:২২ অপরাহ্ন / ২৬০
মাগুরার শ্রীপুরে বিনামূল্যে বীজ  সার ও কৃষি উপকরণ বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে মঙ্গলবার দুপুরে কৃষক ও শিক্ষার্থীদের  মাঝে বিনামূল্যে প্রণোদনা সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে মোট ১হাজার ৮৮০ কৃষককে রোপা আমন, ৩০০ জন কৃষককে শাকসবজি,  পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য ৩৫ জন, এয়ার ফ্লো ৮০ জন, তালের চারা ৭৫ জন, গ্রীষ্মকালীন পেঁয়াজ ১ হাজার ৩০০ জন, আম ১৫০ জন ও ১ হাজার ৭০০ জন কৃষক-কৃষাণী ও ছাত্র ছাত্রীদের মাঝে তাল, বেল, জাম, নিম গাছের চারা এবং বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।