
নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরা জেলা শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের ৮ নং ওর্য়াডের তখলপুর গ্রামে প্রিমিয়ার লিগের সিজন ২ এর আয়োজনে তখলপুর প্রিমিয়ার লীগ সিজন-০২ এর ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ খেলায় ৪টি দল অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী দল হলো তখলপুর টাইগার্স,তখলপুর হান্টার্স,তখলপুর ভিক্টোরিয়ানস,তথলপুর কিংস। মঙ্গলবার (১ এপ্রিল) দিন ব্যাপি তখলপুর গ্রামের দিক্ষিণ পাড়া ঈদ ময়দানে ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করা হয়।
ফাইনালে আগে ব্যাটিং করে তথলপুর কিংস একাদশ রান ১৩৮ করে। তখলপুর টাইগার্স ৫ উইকেট রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অব দ্যা ফাইনাল ম্যাচের পুরস্কার পাই বিজয়ী দলের তুহিন মৃধা । টুনার্মেন্ট সেরা হয় শান্ত মন্ডল। ফাইনাল শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ খেলায় আকিব নওশাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মো: শাহিনুর রহমান প্লাবন,মো: মাহাবুর রহমান জাহিদ, মুস্তাফিজুর রহমান তুহিন, মো: মামুন বিশ্বাস, মো: বাহুরুল ইসলাম, মো: রাজিব মোল্লা, মো: বাপ্পু সরদার, মো: রিজু মোল্লা, জিল্লুর রহমান সাগর সাংবাদিক সহ আরো অনেকে।
এ খেলায় তখলপুর টাইগার্স -ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন মুশফিকুর রহমান( ইমদাদ), তখলপুর হান্টার্স এর রিজয়ান আলী (টোকন), তখলপুর ভিক্টোরিয়ানস- এর মেহেদী হাসান , তথলপুর কিংস- মো: রাজন কাজী।
এ খেলা পরিচালনা করেন মো: ফরহাদ হোসেন, মো: সাহেদুর রহমান, আতিকুল রহমান ( মিটুল), মো: ইমরান হোসেন। এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
আপনার মতামত লিখুন :