
নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলায় লেহেঙ্গা পোশাক কিনে না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সোনিয়া খাতুন (১২) নামের এক স্কুলছাত্রী। রবিবার (১৮ মে) দুপুরে উপজেলার চরজোকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোনিয়া চরজোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ও স্থানীয় সুমন কাজীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে সোনিয়া তার বাবার কাছে লেহেঙ্গা পোশাক কিনে দেওয়ার আবদার করছিল। কিন্তু বাবা তাতে অনীহা প্রকাশ করেন। রবিবার সকালে পুনরায় একই অনুরোধ করলে উল্টো রাগারাগি করে বাজারে চলে যান তিনি। পরে অভিমান করে সোনিয়া ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে।
বাজার থেকে ফিরে মেয়ের খোঁজ না পেয়ে বারবার ডাকাডাকি করেন সোনিয়ার বাবা। সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের মানসিক চাহিদা ও আবেগ বুঝে পরিবারগুলোকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :