• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে নানান কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত


প্রকাশের সময় : জুন ২৬, ২০২৫, ২:৪৬ অপরাহ্ন / ১০৬
মাগুরার শ্রীপুরে নানান কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য ও স্লোগানে মাগুরার শ্রীপুর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও আলোচনা।

২৫ জুন (বুধবার) সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন সরকারি খাস জায়গায় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ (তদন্ত) আবু বকর, উপজেলা আইসিটি অফিসার আহমেদ মাহফুজ, জে়লা জীব বৈচিত্র্য ও প্রাণি সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা পাট কর্মকর্তা সাদ্দাম হোসেন প্রমুখ।

এ সময় সরকারি, বে-সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বলেন, বিশ্বের পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে ‘‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ স্লোগানে আজকে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর শ্রীকোল ইউনিয়নে সরকারি খাস জমিতে ২০০ টি ফলজ বৃক্ষের চারাগাছ রোপন করা হয়েছে। এছাড়াও প্লাস্টিক দূষণ যেন আর না হয় সে জন্য নানা সচেতনামূলক পদক্ষেপ উপজেলা প্রশাসন নিয়েছে।

এ সময় বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির আমন্ত্রণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।