• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত 


প্রকাশের সময় : মে ২৯, ২০২৫, ১:৩৬ অপরাহ্ন / ৬৬
মাগুরার শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত 

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনেশিয়ান তুষার কান্তি ঢালি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন শরিফ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসের সুপারভাইজার অসিম বিশ্বাস প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন জানান, এ উপলক্ষে ২৮ মে থেকে ৩ জুন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হবে। এছাড়া অন্য ৬ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, পুষ্টিখাতে সরকারের গৃহীত কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় ও শিশু পুষ্টি, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিকর্তা প্রচার এবং পুষ্টিকর খাবার বিতরণ, মানব সম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কৈশোরকালীন পুষ্টি, মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার, প্রবীণ পুষ্টি ও সমাপনী ও পুরস্কার বিতরণ।