

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদারের বিরুদ্ধে উন্মুক্ত জলাশয় দখলের অভিযোগ নিষ্পত্তি করলেন ইউএনও। সোমবার (৭ জুলাই) সাড়ে এগারোটা দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদারের বিরুদ্ধে মধ্যনগর সদর ইউনিয়নের করুয়াজান মৌজার সরকারি খাসজমি ও জলাশয় দখলের অভিযোগে, করুয়াজান গ্রামের বাসিন্দা ইদ্রিস আলীসহ ২৬ জন এর সাক্ষরিত, গত ১ লা জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন। এবং একই দিনে ওই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন। এর প্রেক্ষিতে আজ ৭ জুলাই মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় এর কার্যালয়ে, অভিযোগকারী ইদ্রিস আলী গং এবং বিবাদী বিএনপি নেতা মুশাহিদ তালুকদার সহ উভয়পক্ষকে নিয়ে বিষয়টি শুনানির মাধ্যমে নিস্পত্তি করেন।
অভিযোগ শুনানিতে ইউএনও উজ্জ্বল রায় বলেন,সরকারী ইজারা ভুক্ত জলাশয়টি ইজারাদাররা ভোগ দখল করবেন। বাকী সরকারি জলাশয় তীরবর্তী জেলেরা উন্মুক্তভাবে মাছ শিকার করবে। এতে ইজারাদারদের আপত্তি থাকবে না। তাছাড়া উভয়পক্ষের আলোচনা সাপেক্ষে অভিযোগটি নিষ্পত্তি হয়। এ সময় উভয় পক্ষের শতাধিক লোক উপস্থিত ছিলেন।
বাদীপক্ষের ইদ্রিস আলীসহ অন্যরা বলেন,আমাদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে আজ শুনানির মাধ্যমে অভিযোগটি নিষ্পত্তি হয়েছে। আমরা এতে সন্তুষ্ট ও এলাকাবাসীর পক্ষ থেকে ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই।
বিবাদী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার বলেন,আমার সাথে কোন বিষয় নিয়ে বিরোধ নেই। আমি উন্মুক্ত জলাশয়ে যাইনি, একটি চক্রি মহল এলাকার কিছু লোককে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছে। আজ অভিযোগটির শুনানি হয়েছে। অভিযোগের সত্যতা নেই, পরে ইউএনও মহোদয় লিখিতভাবে বিষয়টি আমাদের জানাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান, উপজেলায় সরকারি ইজারা দেওয়া একটি জলাশয়কে কেন্দ্র করে ইজারাদার ও জেলেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর প্রেক্ষিতে একটি অভিযোগ পাই। উভয় পক্ষের উপস্থিতিতে অভিযোগটি নিষ্পত্তি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :