
নিজস্ব প্রতিবেদক, ভালুকাঃ ময়মনসিংহের ভালুকায় নানান উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সরকারী মিডিয়া তালিকাভুক্ত অপরাধ অনুসন্ধান পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বহুল প্রচারিত সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৩ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষ্যে সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি মোঃ বাহার মিয়ার আয়োজনে সোমবার দুপুরে পৌর শহরের সারাবেলা ফুড গার্ডেনে উৎসব মুখর পরিবেশে আলোচনা সভা, কেক কাটা , মাস্ক বিতরণ ও র্যালীর মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
ভালুকা মডেল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও অপরাধ অনুসন্ধান পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি মোঃ বাহার মিয়ার সভাপতিত্বে ও ভালুকা মডেল প্রেসক্লাবের সভাপতি সোহাগ রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভালুকা পৌর বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব হাতেম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভালুকা ট্রাফিক জোনের টি আই পলাশ সাহা, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জহির রায়হান, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক নাজমুল আলম বাদল, উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ সবুজ গাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টি ওয়ান টেলিভিশনের ভালুকা উপজেলা প্রতিনিধি খালেকুজ্জামান জিএম, চ্যানেল এস এর ভালুকা উপজেলা প্রতিনিধি মোজাম্মেল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকা ইতোমধ্যে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে।
ভালুকার উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনার ক্ষেত্রে অপরাধ অনুসন্ধান পত্রিকার ভূয়সী প্রশংসা ও পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :