
নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ বরিশাল-খুলনা ভায়া পয়সারহাট রুটে বিআরটিসির বাস চলাচল করে ২৫ বছর। সম্প্রতি বরিশাল বাস মালিক সমিতি নথুল্লাবাদের নেতারা বিআরটিসির সকাল পৌনে সাতটা ও সকাল ১১ টায় চলাচলরত ওই রুটের বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দেয়। ১২ দিন বন্ধ থাকার পর গত বুধবার ১৪ মে থেকে দু’পক্ষের আলোচনা শেষে ফের বাস চলাচল শুরু হয়।
১৬ মে শুক্রবার সকালে ও বিকেলে ফেরৎ আসা বিআরটিসির ড্রাইভার তৌহিদ ও সুপারভাইজার কামালকে নথুল্লাবাদস্থ বাস মালিক সমিতির অফিসে নিয়ে দু’দফা সমিতির নেতাদের নির্দেশে বাস মালিক ডালিমের নেতৃত্বে একদল লোক মারপিট করে। এ সময় বিআরটিসি ডিপোতে আতংক ছড়িয়ে পড়ে।
ভুক্তভুগীরা জানান, বিআরটিসির দু’জনকেই এলোপাতাড়ি মারধর করে আহত করেছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী করেছে ভুক্তভুগীরা।
এ ঘটনায় বিআরটিসির শ্রমিকরা বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃংখলায় নিয়োজিত বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট দফতরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :