• ঢাকা
  • বুধবার, ০৯ Jul ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ২৮, ২০২৫, ১১:২৪ অপরাহ্ন / ১৯
ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এম এম সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে বুধবার সকাল ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মে, ২০২৫খ্রি. অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান সহ চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেহেনা খাতুন, চভদ্রাসন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  আজাদ খান, গাজীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  ইয়াকুব আলী,  ঝাউকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  বদরুজ্জামান মৃধা,   সাংবাদিক  লিয়াকত আলী লাভলু, আঃ ওহাব মোল্যা ও আব্দুস সালাম মোল্য সহ প্রমূখ।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক পর্যালোচনা হয়। আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে উপজেলায় চুরি, ডাকাতি রোধকল্পে ব্যাবস্থা গ্রহন করার জন্য টহল ব্যাবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়।

চরভদ্রাসন সরকারি কলেজের  প্রভাষক  বলেন যে, চরভদ্রাসন সরকারি কলেজ চলাকালিন সময়ে আশপাশের কোচিং সেন্টারগুলো সমান তালে তাদের কোচিং  চালু রাখার ফলে কলেজে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। এ  ব্যাপারে তাদেরকে মৌখিক ও নোটিশ দিয়েও কোন কাজ হচ্ছে না তাই প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানায় শিক্ষক।ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করার জন্য সভায় আলোচনা করা হয়।