• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

ফকির আলমগীর তার কর্মের মধ‍্যে বেঁচে থাকবেন-নৌপরিবহন প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২১, ১০:০৪ অপরাহ্ন / ২১০
ফকির আলমগীর তার কর্মের মধ‍্যে বেঁচে থাকবেন-নৌপরিবহন প্রতিমন্ত্রী

মনিরুজ্জামান অপূর্ব,ঢাকা : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, গুণী শিল্পী ফকির আলমগীরের মৃত‍্যু আমাদের জন‍্য এক অপূরণীয় ক্ষতি। ফকির আলমগীর মানুষের অধিকার আদায়ের কথা গানে গানে তুলে ধরেছেন। তিনি গণমানুষের কথা বলেছেন। মানুষের অধিকার আদায়ের কথাগুলো বাংলাদেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে তিনি কাজ করে গেছেন। ফকির আলমগীর তার কর্মের মধ‍্যে বেচে থাকবেন।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।