• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

পার্বত্য চট্টগ্রামে ইউনিট ও ক্যাম্প পরিদর্শন করলেন আনসার মহাপরিচালক


প্রকাশের সময় : মে ২৮, ২০২৫, ৮:২৭ পূর্বাহ্ন / ২৫
পার্বত্য চট্টগ্রামে ইউনিট ও ক্যাম্প পরিদর্শন করলেন আনসার মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এই প্রেক্ষাপটে বাহিনীর কার্যক্রম পরিদর্শন ও সদস্যদের মনোবল বৃদ্ধি করতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ইউনিট ও ক্যাম্প পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার (২৭ মে) সকালে মহাপরিচালক খাগড়াছড়ির চেঙ্গীস্থ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি চলমান ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ৪র্থ ধাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সংস্কার কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন।

এর আগে তিনি বান্দরবানের জামতলী আনসার ব্যাটালিয়নে হিল আনসার ও হিল ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি সদস্যদের পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের প্রশংসা করেন।

‘সুখী’ প্ল্যাটফর্মে স্বাস্থ্যসেবাঃ সফরের অংশ হিসেবে মহাপরিচালক সদস্যদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। তিনি ‘সুখী’ অ্যাপ ব্যবহার করে ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্যক্রমের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

তিনি বলেন, সুখী ডিজিটাল হেলথ কেয়ার সেন্টার আমাদের বাহিনীর সদস্যদের জন্য নিকটস্থ বন্ধু হয়ে উঠেছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস-এর মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী বাহিনীর সদস্য ও তাদের পরিবারকে টেলিমেডিসিন সেবা প্রদান করা হচ্ছে।

প্রথম পর্যায়ে স্থায়ী কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন সদস্যরা সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা অডিও-ভিডিও চিকিৎসা পরামর্শ, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, এসএমএস নোটিফিকেশন এবং অনলাইন প্রেসক্রিপশন সুবিধা পাচ্ছেন। দ্বিতীয় ধাপে সাধারণ আনসার ও ইউনিয়ন পর্যায়ের ভিডিপি সদস্যদের জন্য সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এ সময় মহাপরিচালকের সঙ্গে ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান, ব্যাটালিয়ন অধিনায়কগণ, সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টগণ এবং বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।