• ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আম পাঠালেন শেখ হাসিনা


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২১, ৯:৪৪ অপরাহ্ন / ৪২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আম পাঠালেন শেখ হাসিনা

এম শিমুল খান, ঢাকাঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য ‘হাঁড়িভাঙা’ আম শুভেচ্ছার বিশেষ নিদর্শন হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার এক হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম কোরবানির ঈদের দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদের পক্ষ থেকে হস্তান্তর করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে। এর আগে ভারতসহ অন্যান্য দেশে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী।