
সেলিম সম্রাট, লালমনিরহাটঃ উওরের জেলা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা তিনবিঘা করিডর ( দহগ্রাম-আঙ্গরপোতা) তিনবিঘা ফাউন্ডেশনের ২ বছরের শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনবিঘা ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান সত্যতা নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে লেখা ছিলো। তিনবিঘা ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি- ২৩-২৪ দহগ্রাম ইউনিয়নের এইস এস সি’তে অধ্যায়নরত সকল ছাত্র- ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তিনবিঘা ফাউন্ডেশনের সৌজন্যে শুধুমাত্র দহগ্রাম ইউনিয়নের এইস এস সি’তে অধ্যায়নরত এসএসসি’তে জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ০২ ( দুই) বছরব্যাপী তিনবিঘা ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি- ২৩-২৪ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে তিনবিঘা ফাউন্ডেশন।
আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র- জীবনবৃত্তান্ত, মাধ্যমিক সনদের কপি,প্রত্যয়নপত্র, ২ কপি ছবিসহ আগামী ৩১ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে ই-মেইলে (3bighafoundation@gmail.com) অথবা মাহিন ভেট পয়েন্ট, আশরাফুল ইসলাম এর দোকান নতুনহাট দহগ্রাম
জমা দেওয়ার জন্য অনুরোধ করা হইলো। যাচাই-বাছাই এর পর রূপালী ব্যাংক লিমিটেড – এ একাউন্ট খুলে ব্যাংকের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান করবেন তিনবিঘা ফাউন্ডেশন।
আপনার মতামত লিখুন :