• ঢাকা
  • শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

চাঁদে সফল অবতরণের জন্য মোদিকে শেখ হাসিনার অভিনন্দন


প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ন / ১৯৯
চাঁদে সফল অবতরণের জন্য মোদিকে শেখ হাসিনার অভিনন্দন

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চন্দ্রযান-৩ এর চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

ঢাকায় ভারতের হাইকমিশন কর্তৃক জারিকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণকারী ভারতকে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে গড়ে তোলার জন্য শেখ হাসিনা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।

বুধবার নরেন্দ্র মোদির কাছে তাঁর বার্তায় প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ উপলক্ষে এবং এই ঐতিহাসিক অর্জনে ভারতের সঙ্গে আনন্দিত, যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তির খাতে অগ্রতিতে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলোর জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।
বুধবার চন্দ্রপৃষ্ঠে দক্ষিণ মেরু অঞ্চলে প্রথম চন্দ্রযান অবতরণ করার জন্য ভারত ইতিহাস তৈরি করেছে।