• ঢাকা
  • শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

চলচ্চিত্র পরিচালক নজরুল ইসলাম রাজকেও আটক করেছে র‌্যাব


প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২১, ৯:২৮ অপরাহ্ন / ৪৪৭
চলচ্চিত্র পরিচালক নজরুল ইসলাম রাজকেও আটক করেছে র‌্যাব

বিশেষ প্রতিনিধিঃ অভিনেত্রী পরিমনীর বাসায় অভিযান শেষ হওয়ার পর পরই বনানী থেকে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করেছে র‌্যাব। এর আগে বনানীতে তার বাসায় অভিযান চালানো হয়।

বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম মণি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজের বাসায় অভিযান চলেছে।’

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার সহযোগী মিশুকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতেই রাজকে আটক করেছে র‍্যাব।
ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়ি গোপালগঞ্জের সদরের দুর্গাপুরে। চলচ্চিত্র ও নাটক প্রযোজনার পাশাপাশি তিনি নিয়মিত অভিনয়ও করেন।