• ঢাকা
  • শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেল শুরু


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৩, ৭:৪৮ অপরাহ্ন / ২৪২
গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেল শুরু

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ ও সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. গোলাম কুদ্দুস ভূইয়ার নেতৃত্বে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় পৌর পার্ক চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধন উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. গোলাম কুদ্দুস ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, এনডিসি  মো.আল ইয়াসা রহমান তাপাদার, গোপালগঞ্জ সামাজিক বনায়ন জোনের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক।

এ সময় গোপালগঞ্জ সামাজিক বনায়ন জোনের সহকারী বন রক্ষক মো. মোস্তফা আল হুসাইনসহ সকল উপজেলার ভারপ্রাপ্ত বনকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক বনায়নের গুরুত্ব ও বৈশ্বিক উষ্ণায়ন হ্রাসে বৃক্ষ রোপনের বিভিন্ন গুরুত্বের দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন আমন্ত্রিত অতিথিগণ।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগ কর্তৃক যৌথভাবে আয়োজিত বৃক্ষমেলায় এ বছর মোট ৩৩টি স্টলে জেলার ও জেলার বাহির থেকে আগত বিভিন্ন নার্সারী মালিকগণ তাদের ফলদ, বনজ, ঔষধি ও বিভিন্ন ফুলের চারা বিক্রির জন্য বৃক্ষমেলায় অংশ নিয়েছে।