• ঢাকা
  • বুধবার, ০৯ Jul ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ২৯, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন / ২৪
গোপালগঞ্জে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে রাজস্ব সম্মেলনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ড. মোঃ রুহুল আমিন সরকার, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ, সহকারী কমিশনার (রাজস্ব), জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলী (জিপি) এ্যাড. এম এ আলম সেলিম সহ অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন পশুর হাটে সঠিকভাবে রাজস্ব আদায় এবং ক্রেতা সাধারণের সার্বিক নিরাপত্তা বিবেচনায়  বিভিন্ন ব্যাংকের বুথ স্থাপন, বিভিন্ন খাতে সরকারি রাজস্ব আদায় এবং বেহাত হওয়া সরকারি জমি উদ্ধার সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে বেশ কিছু নির্দেশনা ও তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।