
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১২টি দোকান। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
রাপজাট ইউনিয়ন পরিষদের ৮নং ইউনিয়নের সদস্য রাম বিশ্বাস ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউপি সদস্য রাম বিশ্বাস জানান, বৈদ্যুতিক সট সার্কিটের মাধ্যমে ওই বাজারের একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এতে একে একে ওই বাজারে ১২টি দোকানে আগুন ধরে যায়। পরে খবর পয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় ১ ঘন্টা চেষ্ঠার পর আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষতে মুদি, কাপড়, ইলেক্ট্রনিক্সের দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকান্ডে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ মুদি ব্যবসায়ী শ্রীপতি বৈরাগী বলেন, বাজারের একটি দোকান থেকে প্রথমে আগুন লাগে। আগুনের খবর শুনে বাজারে আসতে আসতে আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন পথের ফকির। এ আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী অতিশ বিশ্বাস বলেন, রাতে দোকান বন্ধ করে বাসায় দিয়েছি। ভোরে শুনি বাজারে আগুন লেগেছে। গিয়ে দেখি আমার সব শেষ।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আমাদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :