• ঢাকা
  • বুধবার, ০৯ Jul ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মালিকের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যুর অভিযোগ


প্রকাশের সময় : মে ২৩, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন / ২০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মালিকের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যুর অভিযোগ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপাগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রতাপ বাড়ৈ (২১) নামক এক দোকান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের ভাঙ্গারপাড় গ্রামের তপন বাড়ৈর ছেলে। বৃহস্পতিবার (২২ মে) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহতরা দুই সহোদর কালিগঞ্জ বাজারে অবস্থিত নরেশ রায়ের বাসন্তি মিষ্টান্ন ভান্ডার এন্ড রেষ্টুরেন্টে দীর্ঘদিন যাবৎ শ্রমিকের কাজ করে আসছিলো। ঘটনার সময় দোকানের বন্ধ জেনারেটর সংযোগের তার গোছাতে গিয়ে বিদ্যুতে জড়িয়ে গুরুতর আহত হয় প্রতাপ। স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী সাংবাদিকদের বলেন- বন্ধ জেনাটরের তারে মেইন লাইন থেকে কি ভাবে বিদ্যুৎ এলো, তা ছাড়া ওই তারে যে অসংখ্য লিক (ফুটো) রয়েছে তা নরেশ কখনও চেক করে দেখে নাই, দোকান মালিকের গাফিলতির কারণে তাজা একটা প্রাণ ঝরে গেলো।

এ ব্যাপারে দোকান মালিক নরেশ রায়ের সাথে কথা বলতে চাইলে তিনি নানান তালবাহানায় সাংবাদিকদের এড়িয়ে যান।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন – আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।