• ঢাকা
  • শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ীতে দুর্ধর্ষ চুরি


প্রকাশের সময় : মে ৪, ২০২৫, ৭:৩২ অপরাহ্ন / ৩২
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১২নং কান্দি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে ধারাবাশাইল কলেজের পাশে অবস্থিত তার বসত বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্বর্ণালী বাড়ৈ বাদী হয়ে অজ্ঞাতনামা চোর চক্র উল্লেখ করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফাঁকা বাড়ী পেয়ে নিচ তলার গেটের তালা ভেঙ্গে দ্বিতীয় তলায় উঠে কক্ষে ঢুকে আলমিরা ভাংচুর করে গলার চেইন, হাতের রুলী, কানের দুল সহ আনুমানিক ৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোর চক্র। এ সময় সিসিটিভির মনিটর ভাংচুর করে ডিভিআরটি ও নিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগী চেয়ারম্যান সাংবাদিকদের জানান- আমরা কেহ বাড়ীতে ছিলাম না, আমার ঘরের সব কিছু ভাংচুর করে মূল্যবান স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা, আমি প্রশাসনের কাছে তদন্ত পূর্বক এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী বলেন, চেয়ারম্যান পলাইয়া থাকে, ভয়ে রাতে এ বাড়ীতে কেহ থাকে না, এ সুযোগে কেচি গেটের তালা সিসিটিভি, আলমারি ভাংচুর করে চুরি করেছে চোরেরা, এখন আমরা ও আছি আতঙ্কের মধ্যে।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সথে যোগাযোগ করা হলে তিনি জানান- অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।