• ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৫০টি নিষিদ্ধ চায়না জাল জব্দের পর পুড়িয়ে দিয়েছে প্রশাসন 


প্রকাশের সময় : জুন ১৭, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন / ৮৭
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৫০টি নিষিদ্ধ চায়না জাল জব্দের পর পুড়িয়ে দিয়েছে প্রশাসন 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ মাসুম বিল্লাহ’র দিক নির্দেশনায় মঙ্গলবার (১৭ জুন) সকালে কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজের নেতৃত্বে আমতলী ইউনিয়নের বিভিন্ন বিল থেকে চৌকিদারদের সার্বিক সহযোগিতায় সরকার ঘোষিত নিষিদ্ধ ৫০ পিস চায়না জাল উদ্ধার করেছেন। পরবর্তীতে উক্ত নিষিদ্ধ চায়না জাল কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ৫০ পিস চায়না জালের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান  চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ।