• ঢাকা
  • শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

গোপালগঞ্জের কাশিয়ানীতে মুদিদোকানিকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর


প্রকাশের সময় : মে ৪, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন / ২৭
গোপালগঞ্জের কাশিয়ানীতে মুদিদোকানিকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর

পারভেজ শেখ, কাশিয়ানী, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে কাশিয়ানীতে স্কুলছাত্রীকে হাত ধরে দোকানে নিয়ে গিয়ে খাবারসহ অর্থের প্রস্তাব। ঘটনা জানাজানি হলে মুদি দোকানিকে গনধোলাই দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা।

স্থানীয় সুত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট চৌরাস্তা এলাকায়
মুদি দোকানদার জাহিদুল ইসলাম দির্ঘদিন ধরে
ব্যবসা করে আসছে। তিনি পুর্বেও একই ঘটনা ঘটিয়ে অর্থের প্রভাব খাটিয়ে পার পেয়ে গিয়েছে।
এবারও অর্থের প্রভাব খাটিয়া পার পেয়ে যাবেন বলেও মন্তব্য করেন একাধিক ব্যাক্তি। ৩ মে শনিবার বিকালে একই এলাকার ভ্যান চালকের মেয়ে তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রী রাজপাট চৌরাস্তা বাজার এলাকায় ছামুছা কিনতে যায়। মুদি দোকানদার তাকে একা পেয়ে আবহাওয়া ভালো না থাকায়

দোকানের ভিতর নিয়ে গিয়ে খাবার ও অর্থের লোভ দিয়ে প্রায় ১০ মিনিট সময় ব্যায় করে।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে সাধারণ জনতা
মুদি দোকানদারকে গণপিটুনি দিয়ে আটক করে। রাত ৯ টা ৩০ দিকে খবর দিয়ে থানা পুলিশে হস্তান্তর করে।

এ বিষয়ে ভ্যান চালকের মেয়ে তৃতীয় শ্রেনীর ঐ স্কুল ছাত্রী সাংবাদিকদের জানান,আমি বাজারে ছামুচা কিনতে গিয়ে ছিলাম। যাওয়ার সময় আমাকে মুদিদোকানদার আমাকে ডাকদিলে আমি চলে যাই।ছামুচা কিনে আসার সময় তিনি আমার হাত ধরে দোকানের মধ্যে নিয়ে গিয়ে খাবার ও টাকা সাধে এরই মধ্যে ১০ মিনিট সময় কেটে যায়। পরে বিষয়টি জানাজানি হলে মানুষ তাকে মারপিট করে।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন সাংবাদিক দের জানান, উভয় পক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে।