• ঢাকা
  • বুধবার, ০৯ Jul ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

খুলনার বটিয়াঘাটায় অবৈধভাবে কৃষি জমিতে বালু ভরাট এবং খাল বন্ধ করে ফসলি জমির  ফসল উৎপাদনে বিঘ্ন ঘটানোর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৩, ৭:২৪ অপরাহ্ন / ৮৪
খুলনার বটিয়াঘাটায় অবৈধভাবে কৃষি জমিতে বালু ভরাট এবং খাল বন্ধ করে ফসলি জমির  ফসল উৎপাদনে বিঘ্ন ঘটানোর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পিংকি জাহানারা, খুলনা অফিসঃ খুলনার বটিয়াঘাটা উপজেলাধীন ২ নং বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের ৯ নং  ওয়ার্ডের হাটবাটি গ্রামের পূর্ব অংশে বিস্তীর্ণ তিন ফসলি জমিতে অবৈধভাবে বালু ভরাট করে ফ্লাশিং গেটের  পানি ওঠার পথ এবং বরুইতলা খাল বন্ধ করে প্রায় ৮০০-৯০০ একর ফসলি জমির ফসল উৎপাদনে বিঘ্ন ঘটানোর প্রতিবাদে আজ সকাল ১১ টায় খুলনার ২নং বটিয়াঘাটা ইউনিয়নবাসীর পক্ষ থেকে  এক  মানববন্ধনের  আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে ২০০রও  অধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে উপস্থিত সাংবাদিকদের সামনে সমস্যার বিষয়টি তুলে ধরেন। দরিদ্র কৃষকরা জানান,,সম্পূর্ণ খাল ও স্লুইচ গেটের পানির উপর হাজার হাজার দরিদ্র কৃষক নির্ভরশীল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ প্রতিবাদ করলে তারা কোন প্রকার কর্ণপাত করছে না। বর্তমানে আমন মৌসুমে বীজতলা তৈরি করতে না পেরে কৃষকদের মধ্যে ব্যাপক  উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। উক্ত বিষয়ে অতীব জরুরি সমাধান না হলে এলাকার জনগণের সাথে প্রতিপক্ষের মারাত্মক সংঘর্ষের সমূহ সম্ভাবনা রয়েছে বলে জানান  স্থানীয় এলাকাবাসী।
আরো জানান,,   এমতাবস্থায় উক্ত ফ্লাশিং গেট এবং ফসলি জমি ভরাট এলাকা সরেজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার হাজার হাজার দরিদ্র কৃষক ফসল উৎপাদনে ব্যর্থ হবে। এতে রাষ্ট্র এবং কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে।

মানববন্ধন শেষে স্থানীয় এলাকাবাসী খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম বরাবর স্মারকলিপি প্রদান করেন।