• ঢাকা
  • বুধবার, ০৯ Jul ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় পাল্টা মানববন্ধন ভন্ডুল : শিশুসহ মা আহত


প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৫, ৯:১৬ অপরাহ্ন / ৮৪
খুলনার পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় পাল্টা মানববন্ধন ভন্ডুল : শিশুসহ মা আহত

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় জায়গা-জমি  ও মামলা-মকদ্দমা নিয়ে আয়োজিত পাল্টা মানববন্ধন প্রতিপক্ষদের হামলায় ভন্ডুলসহ মা ও ২ বছরের  শিশু আহত হয়েছে। ঘটনাটি বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার হাসিমপুর কপোতাক্ষী বিদ্যালয়ের সামনে সড়কের উপর ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে দু-পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় দু-পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশাংকা করছে এলাকাবাসী।

জানা যায়, উপজেলার হাসিমপুর মৌজায় ১২ শতক জমি দখল নিয়ে কাসেম সরদারদের সাথে রজব আলী সরদারদের সাথে ২ বছর ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে ধর্ষণ মামলাসহ উভয় পক্ষ একে অপরের বিরুধে ১৫ টি মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছে। এ দিকে রজব আলী সরদাররা খেটেছে জেল হাজত। এ কারণে গত ১৮ ফেব্রুয়ারী রুস্তম আলীরা কাসেম আলীদের বিরুদ্ধে মানববন্ধন করে। অন্যদিকে কাসেম সরদারের ছেলে খায়রুল ইসলাম আওয়ামীলীগের কমিটির দুটি কাগজ প্রদান করে বলেন দেখেন ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি। আমি কৃষকদলের উপজেলা কমিটির সদস্য হওয়ায় তারা জোরপুর্বক আমাদের জায়গা জমি ভোগ দখল করছে। আমরা দখল বুঝে নেয়ায় তারা ক্ষিপ্ত হয় আমাদের নামে ৭ টি মামলা করে অহেতুক হয়রানী করছে। এসবের  প্রতিবাদে বুধবার কপোতাক্ষী বিদ্যালয়ের সামনে কাসেম সরদাররা মানববন্ধনের আয়োজন করেন। এসময় প্রতিপক্ষ রজব আলীরা নারী-পুরুষ ঝাড়ু,ও লাঠি নিয়ে  জড়ো হয়ে রাস্তায় অবস্থান নেয়। মানববন্ধন কারীরা ব্যানার নিয়ে রাস্তায় দাড়ানোর সময় তাদের উপর আক্রম করে। যাতে মানববন্ধনে যোগদিতে আসা তানিয়া (২৮) ও তার কোলের ২ বছরের শিশু রোকেয়া আহত হয়।
এ বিষয়ে প্রতিপক্ষ রজব আলী সরদার জানান, তাদের কবলা কৃত জমি দখল দিচ্ছেনা কাসেমরা। তাছাড়া আমাদের নামে মিথ্যা ধর্ষন মামলাসহ ৮ টি মামলা দিয়ে হয়রানী করছে। এ কারণে তাদের মানববন্ধন করতে দেয়া হয়নি।