• ঢাকা
  • বুধবার, ০৯ Jul ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় গায়ের জোরে অসহায় ব্যক্তির জমি দখল করার অভিযোগ 


প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন / ৩৬
খুলনার পাইকগাছায় গায়ের জোরে অসহায় ব্যক্তির জমি দখল করার অভিযোগ 

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় অসহায় এক ব্যক্তির ৮ শতকের একটি চিংড়ী ঘের প্রভাবশালী প্রতিবেশি গণি গাজী গায়ের জোরে বাঁধ দিয়ে দখল করে নিয়েছে। এমনকি মারপিট করে আহত করেছে এক মহিলাকে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বারইডাংগা গ্রামের বাসিন্দা মুনছুর গাজী। ৩০ বছর আগে বিয়ে করে শ্বশুরের সম্পত্তি ও ক্রয়কৃত মোট ২৯ শতক জমির মালিকানা হয়ে দখলে আছেন। এর মধ্যে ১১ শতক জমিতে বাড়ি ও একটি চিংড়ি ঘের রয়েছে। সোমবার সকালে একই এলাকার প্রভাবশালী গণি গাজী লোকজন নিয়ে বাঁধ দিয়ে ৫ শতক জমি দখল করে নিয়েছে। এমনকি এর কয়েক মাস আগেও তারা একটি পাকা গোয়াল ঘর ভেঙ্গে দেয়। এছাড়াও ঘটনার দিন সোমবার জোর দখলে বাধা দিতে গেলে মুনছুর গাজীর স্ত্রী মমতাজকে মারপিট করে আহত করে। এ ঘটনায় থানায় গণি গাজীসহ তার ছেলেদের নামে অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করেছেন।

এ বিষয়ে গণি গাজী বলেন, তারা তাদের দাবীকৃত সম্পত্তি পাবে তবে তাদেরকে ১৩ টি দাগে দাগে যেতে হবে। আমরাও সব দাগে যাব।

মুনছুর গাজী বলেন, আমি ৩০ বছর ধরে দখলে আছি। দাগে দাগের কথা বললে আমরা ব্যবহার করতে পারবোনা। ফলে বিক্রি করা লাগবে। তারা কিনে নেয়ার কৌশল খাটাচ্ছে।

উক্ত বিষয়ে সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল বলেন, সরজমিনে বিষয়টি তদন্ত করেছি এছাড়াও উভয়পক্ষের কাগজপত্র নিয়ে বসাবসির দিন সময় দেয়া হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়।