• ঢাকা
  • বুধবার, ০৯ Jul ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় সরকারি কর্মচারীর পরিবারকে হুমকি : থানায় জিডি


প্রকাশের সময় : মে ২৭, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন / ৫০
খুলনার পাইকগাছায় সরকারি কর্মচারীর পরিবারকে হুমকি : থানায় জিডি

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ পুর্ব শত্রতার জেরে প্রতিপক্ষকে জান-মালের ক্ষয়ক্ষতি ও বিভিন্ন ভাবে হয়রানী করার হুমকি দেয়ায় খুলনার পাইকগাছা থানায় জিডি করেছেন স্বাস্থ্যকর্মী ছন্দা রাণী দাশ। মঙ্গলবার তিনি বাদী হয়ে পৌরসভার বান্দিকাটি গ্রামের মৃত জিন্নাত গাজীর ছেলে জাকির হোসেন (৩৮), মৃত হানিফ মোড়লের ছেলে মোস্তফা মোড়ল (৫৫), হকবারের ছেলে মনিরুল ইসলাম (৩৬) ও আফছার মোড়লের ছেলে আজহারুল (৪০) এর নামে এ জিডি করেন। যার নম্বর-১৪২৯/২৫।

এ বিষয়ে বাদী ছন্দা রানী দাশ জানান, আমার মা কবিতা রানী দাশ পৌরসভার তিনবারের ৪’৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। আমি একজন সরকারী চাকুরীজীবি। স্বাস্থ্য বিভাগে চাকুরি করি। আমার স্বামীও একজন চাকুরীজীবি। উপরে উল্লেখিত জাকির হোসেন ও মোস্তফা মোড়ল আমার মায়ের কাছে সম্প্রতি ১০ লাখ টাকা চাঁদা দাবী করে, তা দিতে রাজী না হওয়ায় ইতিপূর্বে আমার বাড়ীতে হামলা চালিয়ে মাকে মারধর ও বাড়ি ঘর লুটপাট করে। যা নিয়ে আদালতে মামলা দাখিল করা হয়েছে। এ কারণে তারা আমাদের পরিবারের প্রতি নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। বর্তমানে আমার পরিবারের সকলেই নিরাপত্তা হীনতায় ভুগছি।