• ঢাকা
  • শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় গ্রাহকের টাকা আত্মসাত করায় বীমা কর্মীর বিরুদ্ধে আবাসনের বাসিন্দাদের বিক্ষোভ মিছিল


প্রকাশের সময় : জুন ১৪, ২০২৫, ৬:২৫ অপরাহ্ন / ৮২
খুলনার পাইকগাছায় গ্রাহকের টাকা আত্মসাত করায় বীমা কর্মীর বিরুদ্ধে আবাসনের বাসিন্দাদের বিক্ষোভ মিছিল

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় গ্রাহকের বীমার লাখ লাখ টাকা আত্মসাত করায় বীমা কর্মীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া ও পতন আবাসন প্রকল্পের বাসিন্দারা মানববন্ধন কর্মসূচী পালন করে। এর আগে শুক্রবার বিকেলে আবাসন প্রকল্প সংলগ্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী অসহায় বীমার গ্রাহকরা। উপজেলার সোলাদানা ইউনিয়নের সন্ধ্যানী লাইফ ইনসুরেন্সের স্থানীয় বীমা কর্মী আমিনুল ইসলাম উক্ত গ্রাহকদের টাকা আত্মসাত করেন বলে মানববন্ধনে বক্তারা জানান। এসময় বক্তারা আরও বলেন, তিনি শতাধিক ব্যক্তির কাছ থেকে মেয়াদ শেষে জমাকৃত টাকার দ্বি-গুণ টাকা ফেরৎ দিবেন ও চারটি বোনাস দেবেন এমন লোভ দেখিয়ে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকায় ১০ বছর ও ১৬ বছর মেয়াদে বীমার অংকের গ্রাহক তৈরি করেন। ২০০৮ সাল থেকে এ কাজ শুরু করে সে। গ্রাহকরা প্রতি বছর যথারীতি বীমার কিস্তি দিয়ে আসছেন। ইতোমধ্যে অনেকের মেয়াদ শেষ হওয়ায় টাকা জন্য বললে বীমা কর্মী আ’লীগের দোসর আমিরুল ইসলাম তালবাহানা করে আজ না কাল করে সময় ক্ষেপণ করেন। একপর্যায়ে গ্রাহকরা বীমার টাকা আত্মসাতকারী কর্মী আমিরুলকে নিয়ে তাদের চুকনগর অফিসে যেয়ে খোজ খবর নেয়। এ সময় গ্রাহকরা জানতে পারেন তাদের কিস্তিতে সব টাকা জমা হয়নি। যারা ১২ টা কিস্তি দিয়েছে তাদের জমা হয়েছে ৫টি, এক কথায় অর্ধেক কিস্তিও জমা হয়নি বীমা অফিসে। এ সময় তারা টাকা জমা

না হওয়ার বিষয় জানতে চাইলে অফিসের দায়িত্বরত লোকেরা অফিস থেকে তাদের বের করে দেন।
এ দিকে মাঠ কর্মী আমিরুলের কাছে টাকা চাইলে সে নানা ভাবে হুমকি ধামকি দিতে থাকে গ্রাহকদের। এমতাবস্থায় উপায়ান্তর না দেখে আবাসন প্রকল্পের অসহায় বীমার গ্রাহকরা তাদের আত্মসাত হওয়া টাকা ফেরত সহ আ’লীগের দোসর পোষ্ট মাষ্টার বীমা কর্মী আমিরুলের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এছাড়াও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।