• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় ইউপি চেয়ারম্যানসহ তিন মেম্বারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন / ৪০
খুলনার পাইকগাছায় ইউপি চেয়ারম্যানসহ তিন মেম্বারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছার ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানসহ (ভারপ্রাপ্ত) তিন ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ হয়েছে। প্রকল্পের অর্থ ও ব্যাংকের টাকা উত্তোলণ করে আত্মসাৎ করায় এলাকাবাসীর পক্ষে আব্দুস সবুরসহ ৫ জন এ অভিযোগ করেছেন।

অভিযোগে প্রকাশ, উপজেলার কপিলমুনি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইউনুস আলী, সদস্য শেখ রবিউল ইসলাম, অজিয়ার রহমান ও রবীন্দ্রনাথ অধিকারীর বিরুদ্ধে ইউএনও এর অধিদপ্তরে লিখিত অভিযোগ হয়েছে। বিভিন্ন প্রকল্পের প্রায় ৬ লাখ টাকা ও কপিলমুনি অগ্রনী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে এ অভিযোগ করা হয়। এছাড়াও সরকারি টাংকি বরাদ্দের নামে ৫ থেকে ১০ হাজার টাকা করে আদায় করার অভিযোগও উল্লেখ করা হয় অভিযোগে। অভিযোগ করেন একই এলাকার আব্দুস সবুর, আবু তালেব, আঃ রহমান ও রিপন।

এ বিষয়ে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইউনুস আলী মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। পরিষদের সদ্য বদলী হওয়া সচিবের সাথে বিরোধ সৃষ্টি হওয়ায় তিনি তার নিজস্ব লোক দ্বারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করাচ্ছে। তবে এসব প্রকল্প সাবেক চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দারের সময়কার। ৫ আগষ্টের পর তিনি ক্ষমতাচ্যুত হন। সচিব গণি মিয়া জানান, আমি কেন এসব করবো? তারা এসব না করলে কেন অভিযোগ হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান – মেম্বারদের বিরুদ্ধে দুটি অভিযোগ হয়েছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।